প্রকাশিত: Wed, Jan 10, 2024 10:29 PM আপডেট: Tue, Jan 27, 2026 3:06 AM
[১]বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কানাডা
ইকবাল খান: [২] মঙ্গলবার (৯ জানুয়ারি) কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে কানাডা। সূত্র: কানাডাডটসিএ/ইএন
[৩] বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডা বাংলাদেশী নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্খার প্রশংসা করে এবং সমর্থন করে এবং নির্বাচনের আগে এবং সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানায়। আমরা যারা সহিংসতা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার প্রতি আমাদের সহানুভূতি জানাই’।
[৪] বিবৃতিতে আরও বলা হয়, ‘কানাডা অসন্তোষ প্রকাশ করে বলেছে এই নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে দিকভ্রষ্ট হয়ে পড়েছে যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল।’ কানাডা ওই বিবৃতিতে গণতন্ত্র, মানবাধিকারের সম্মান এবং মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, যা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।
[৫] কানাডা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য দেশের জনগণকে তাদের আকাঙ্খায় সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে কানাডা।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট